[ Verse 1 ]
কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয় |
[ Verse 2 ]
হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই ....
[ Chorus 1 ]
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায় |
[ Verse 3 ]
ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে
বুকের পাঁজরে ..
[ Chorus 2 ]
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায় |
[ Outro ]
কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর