Shironamhin
Bhoboghure Jhor (ভবঘুরে ঝড়)
[Verse 1]
চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়

[Chorus]
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ছায়া হয়ে যাই
তোমাদের ভালোবাসা...

[Verse 2]
শনশন উত্তাল হাওয়ায়
চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায়
এক কাপ গরম চায়ে

[Chorus]
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার
তোমাদের ভালোবাসা...

[Verse 3]
কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়
কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়
তোমাদের ছায়ায়
নির্বাক ভালোবাসা
আমি আজন্ম ভবঘুরে...
ঝড় নিয়ে আসি।
[Verse 4]
চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়

[Chorus]
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার...