Imran Mahmudul
Bahudore
এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে

একই সাথে পথ চলা
কত কথা ছিলো বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো
জানি না এ কোন রাত এলো

জ্বলছে হৃদয়, উড়ছে সময়
তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে

এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে

একা একা বেঁচে থাকা
তোকে ছাড়া চলে না জীবন
লাগে যেন সবই ফাঁকা
বুকের ভেতর এ কী দহন

চেনা চেনা একই পথে
তোরই আশায় এখনো বসে
পাশাপাশি হাঁটবো সাথে
আবারও খুব ভালোবেসে
জ্বলছে হৃদয়, উড়ছে সময়
তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে

এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে

মনে মনে খুঁজে ফিরি
ভালোবাসি তোকে যে ভীষণ
কত বাঁধা দিলে পাড়ি
বল না হবো তোরই আপন

যত ভাবি ভুলে যাবো
তত বেশি যেন পরে মনে
ভালো কেমন বাসি আমি
শুধু আমার এই প্রাণ জানে

জ্বলছে হৃদয়, উড়ছে সময়
তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে
বাঁধবো প্রেমেরই বাহুডোরে

এলোমেলো ইচ্ছে যত
ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে