[Clarinet Intro: Idris Rahman]
[Chorus: Ripon]
ও নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[Clarinet Solo: Idris Rahman]
[Chorus: Ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[Verse 1: Ripon]
ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা
মাঝে নদী বহে সাঁই সাঁই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার দেখি নাই রে
[Chorus: Ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
[Clarinet Solo: Idris Rahman]
[Verse 2: Ripon]
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
[Flute Solo: Jalal Ahmed]
[Verse 2: Ripon & Choir]
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি
ভাঙা এ তরণী তবু বাইরে
[Pre-Chorus: Ripon, Arnob & Choir]
আমার ও কূল, এ কূল দয়াল আল্লাহর
যদি দেখা পাই রে
আমার ও কূল, এ কূল দয়াল আল্লাহর
যদি দেখা পাই রে
[Chorus: Ripon]
নদীর কূল নাই, কিনার নাই রে
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
আমি কোন কূল হতে কোন কূলে যাব
কাহারে শুধাই রে?
নদীর কূল নাই, কিনার নাই রে
[Clarinet & Flute Outro: Idris Rahman, Jalal Ahmed]