Arnob
Shondhatara
[Chorus: Sunidhi Nayak]
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে

[Instrumental Break]

[Verse 1: Sunidhi Nayak]
ফুলহারে বসে আছি আকুল হৃদয়ে
ফুলহারে বসে আছি আকুল হৃদয়ে
অন্বেষণে তাঁর, বিচলিত নয়নে
অন্বেষণে তাঁর, বিচলিত নয়নে
আগমনে আশে, রয়েছি যে যাতনে
আগমনে আশে, রয়েছি যে যাতনে
আগমনে আশে, রয়েছি যে যাতনে

[Chorus: Sunidhi Nayak]
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
কবে সে আসে
সাহসা গোপনে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
[Instrumental Break]

[Verse 2: Arnob]
মন হারা ভাবনায়
কার কী বা আসে যায়
একা দেখা আকাশে মেঘে স্মৃতি বায়
রঙ বেরঙে যন্ত্রণায়
রেখে যাওয়া সব কল্পনায়
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে অদেখা সময়

[Chorus: Arnob]
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে

[Chorus: Sunidhi Nayak]
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
এ মন হেরেছে প্রিয়ার প্রেমে
[Bridge: Sunidhi Nayak]
গা মা মা, গা পা পা
রে গা গা, রে মা মা
নে রে রে, নে রা গা
নি রে নে গা গা রে গা রে
পা মা গা রে সা

[Instrumental Break]

[Bridge: Sunidhi Nayak]
রে গা মা পা মা রে ধা
পা মা রে, পা মা গা রে নি রে গা মা
পা মা ধা মা মা ধা নি
নি নি গা রে সা নি নি নি সা
পা রে সা

[Instrumental Break]

[Bridge: Sunidhi Nayak]
মা পা ধা মা, মা পা রে
নি ধা নি মা পা, মা পা রে
গা রে গা পা, মা গা রে সা
নি সা নি সা, নি ধা মা সা
নি রে সা
পা মা গা রে, ধা পা মা ধা
নি ধা পা মা
সা নি ধা পা মা সা
সা নি ধা পা মা
[Chorus: Arnob & Sunidhi Nayak]
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে
বেলা হারায় সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে
সাঁঝ কোকিলা সুরের দেশে
বলে তাহার কথা গোপনে