Oblique
Paap
আমি সূর্য ছুঁয়েছি পাখির ডানার মতন
আমি মেঘ হয়ে উড়েছি তোর শহরেরে ওপর
কাদামাটি হয়েছি বৃষ্টি আসে যখন
তবুও তোর চোখ আকাশ খোঁজে
আমি সূর্য ছুঁয়েছি পাখির ডানার মতন
আমি মেঘ হয়ে উড়েছি তোর শহরেরে ওপর
কাদামাটি হয়েছি বৃষ্টি আসে যখন
তবুও তোর চোখ আকাশ খোঁজে

ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে
ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে

নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে দেয়া
নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে নেয়া

তোর ঘুম ভাঙ্গানোর পাপ
ঘুণ ধরা অভিশাপ
জমানো অন্ধকার, অস্ফূট প্রলাপ
তোর ঘুম ভাঙ্গানোর পাপ
ঘুণ ধরা অভিশাপ
জমানো অন্ধকার, অস্ফূট প্রলাপ
ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে
ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে

নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে দেয়া
নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে দেয়া