Aurthohin
Kaadbe Bishmoye
[Verse 1]
যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরোনো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ, শেষ ব্যর্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দ দুঃখে নয়, কাঁদবে বিস্ময়ে
যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরোনো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ, শেষ ব্যর্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দ দুঃখে নয়, কাঁদবে বিস্ময়ে

[Chorus]
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যর্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাবো আমরা এ দুজন
নতুন এক পৃথিবীতে তোমারই মত

[Verse 2]
গতির অভাবে সুখ থেমে যাবে না
হাত বাড়ালে কখনো অপ্রাপ্তি মিলবে না
হারিয়ে যাবার ভয় তোমায় ছুঁবে না
সময় কে পিছনে রেখে এগিয়ে যাবো
আনন্দ দুঃখে নয়
[Chorus]
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যর্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাবো আমরা এ দুজন
নতুন এক পৃথিবীতে তোমারই মত