Aurthohin
Adbhut
[Verse 1]
বদ্ধ ঘরে আমি আজ একাই হারাই
শেষ নিঃশেষটা জানায় আজ আমায় বিদায়
আমার এই দেহ পুড়ে হচ্ছে যে ছাই
অদ্ভুত কীসের টানে আবার উঠে দাঁড়াই

[Pre-Chorus]
আবার হাঁটতে শিখি তোমারই জন্য
ভুলিনি তোমায়, তাই মাথায় তিনটি শব্দ

[Chorus]
(অদ্ভুতের জয় হোক)
অদ্ভুতদের জয় হোক এই জোছনাতে
অদ্ভুতদের জয় হোক সব গুটির ধ্বংসে
অদ্ভুতদের জয় হোক নিকৃষ্টের নির্বাসনে
অদ্ভুতদের জয় হোক ফিনিক্সের উত্থানে

[Verse 2]
খোলা আকাশের নিচে আজ দাঁড়িয়ে
গাইছি বিজয়ের গান অদ্ভুতদের মিছিলে
উপহাসের চোয়াল ভেঙ্গে গুড়িয়ে
ফিনিক্স আজ রাতের আকাশে উড়ছে

[Pre-Chorus]
আবার হাঁটতে শিখি তোমারই জন্য
ভুলিনি তোমায়, তাই মাথায় তিনটি শব্দ
[Chorus]
(অদ্ভুতের জয় হোক)
অদ্ভুতদের জয় হোক এই জোছনাতে
অদ্ভুতদের জয় হোক সব গুটির ধ্বংসে
অদ্ভুতদের জয় হোক নিকৃষ্টের নির্বাসনে
অদ্ভুতদের জয় হোক ফিনিক্সের উত্থানে

[Instrumental]

[Chorus]
(অদ্ভুতের জয় হোক)
অদ্ভুতদের জয় হোক এই জোছনাতে
অদ্ভুতদের জয় হোক সব গুটির ধ্বংসে
অদ্ভুতদের জয় হোক নিকৃষ্টের নির্বাসনে (অদ্ভুতদের জয় হোক)
অদ্ভুতদের জয় হোক ফিনিক্সের উত্থানে