Aurthohin
Bidrohi
[Intro]
(Uno, Dos, Tres, Cuatro)

[Verse 1]
হুংকার ছাড়ি আমি "বিদ্রোহী, বিদ্রোহী"
আঁধারকে শেখাই আমি আলোর ঝলকানি
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
সোজা বলে কিছু নেই, বাঁকা পথেই চলি

[Chorus]
বিদ্রোহী, বিদ্রোহী ভিন্ন হিসেব
বুঝবে না এই গান, নেই আক্ষেপ
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
মগজের সাথে নেই হৃদয়ের বিচ্ছেদ

[Pre-Chorus]
ভাবছো কি ছেড়ে দেবো হঠাৎ এই হালটা?
ভাবছো কি বন্ধ সামনের পথটা?
ভাবছো কি থেমে যাবে ধীরে ধীরে গান আমার?
মনে রেখো তেড়ে এসে পালিয়েছে ক্যান্সার

[Chorus]
মুখোশের চাহিদায় দেহ পুড়ে ছারখার
ছাই দিয়ে তৈরি এ ফুশফুশ বারবার
হৃদপিন্ডের কম্পনে ভুমিকম্প
আমি আজ বিদ্রোহী, নই রণ ক্লান্ত
তোমার ঐ রাজনীতি আমি নই হারবার
গান শুনে ঈর্ষায় দেহ পুড়ে ছারখার?
সেন্সর বোর্ড দিয়ে মেলাই না অংক
লিখেছি যে গান যার নাম "নিকৃষ্ট"
[Verse 2]
নিম্নগতির ধোঁয়া, নিয়মের জম
বুঝবে না আমি কী, চোখে বিভ্রম
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
মুখোশহীন এই মুখে বদলে না রঙ

[Chorus]
বিদ্রোহী, বিদ্রোহী দেহে ভুমিকম্প
কাঁচ দিয়ে হিরে কাটি, হিসেবটা ভিন্ন
ছিলাম অসামাজিক, হয়ে গেছি অদ্ভুত
নিয়ম বলে মোরে, "অশান্ত, জঘন্য"

[Pre-Chorus]
ভাবছো কি ছেড়ে দিবো হঠাৎ এই হালটা?
ভাবছো কি বন্ধ সামনের পথটা?
ভাবছো কি থেমে যাবে ধীরে ধীরে গান আমার?
মনে রেখো তেড়ে এসে পালিয়েছে ক্যান্সার

[Chorus]
মুখোশের চাহিদায় দেহ পুড়ে ছারখার
ছাই দিয়ে তৈরি এ ফুশফুশ বারবার
হৃদপিন্ডের কম্পনে ভুমিকম্প
আমি আজ বিদ্রোহী, নই রণ ক্লান্ত
যতবার দাবাবে ততবার উঠবো
ফিনিক্স পাখির মত আকাশে উড়বো
আমি আজ একা নই, শ-হাজার-লক্ষ
বিদ্রোহী, বিদ্রোহী, ''অদ্ভুত'' অসংখ্য
[Instrumental]

[Chorus]
মুখোশের চাহিদায় দেহ পুড়ে ছারখার
ছাই দিয়ে তৈরি এ ফুশফুশ বারবার
হৃদপিন্ডের কম্পনে ভুমিকম্প
আমি আজ বিদ্রোহী, নই রণ ক্লান্ত
যতবার দাবাবে ততবার উঠব
ফিনিক্স পাখির মত আকাশে উড়বো
আমি আজ একা নই, শ-হাজার-লক্ষ
বিদ্রোহী, বিদ্রোহী, ''অদ্ভুত'' অসংখ্য

[Outro]
বিদ্রোহী, হে
(না না, না না)