Sahana Bajpaie
Tomra Ja Bolo Tai Balo
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে

তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে

তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে

সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে

ওই আকাশ ছাওয়া
কাহার চাওয়া
আকাশ ছাওয়া
কাহার চাওয়া
এমন ক'রে লাগে
আজি আমার নয়নে

তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো