Sahana Bajpaie
Mukhosher Arale-মুখোশের আড়ালে
ইট, কাঠ, পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে
বাঁধা ছিল মন কিছু স্বার্থের
মায়াজালে, মায়াজালে

কংক্রিট চার দেয়ালের
বেহিসেবি খেয়ালে
দেয়ালে, দেয়ালে

ইট, কাঠ, পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে
বাঁধা ছিল মন কিছু স্বার্থের
মায়াজালে, মায়াজালে


অচেনা পথের, প্রতি বাঁকে
হাজার মানুষ মিলে স্বপ্ন আঁকে
অচেনা পথের প্রতি বাঁকে
হাজার মানুষ মিলে স্বপ্ন আঁকে

বিশ্বাসে অন্যের হাতে
হাত রাখে
স্বপ্ন আঁকে

ইট, কাঠ, পাথরের মুখোশের
আড়ালে, আড়ালে
বাঁধা ছিল মন কিছু স্বার্থের
মায়াজালে