[Chorus: THE BEASTBUZZ]
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা
[Verse 1: THE BEASTBUZZ]
Lyrical crump যেমনে beat-এ dunk, rapper এডি ring এ সাপ
বীণ বাজায় করি নিয়ন্ত্রণ, শব্দ local bus-এর চাপ
আমরা cadre এলাকার, sector নম্বর এক চার
আমরা ব্যস্ত যেমনে কেষ্ট, জিগা কেডা বেকার
এডি ডোরাকাটা না ব্যাটা এডি জোরতালির ছাপ
গোড়া খালি rapper এডি প্রতিদিন করি ভাগ
Killer mic-এ নাকি fight-এ reality check মার
সামনে ঠোলা, মুখে joint আমরা করি Check পার
রাহাত ফতেহ আলি flow যেমনে সুরের লগে খুর চলে
Professional tool লগে, দক্ষতা যেমনে rule করে
ব্যাটা ঝারা দিলেই ঝুল ঝরে
দুর্বল এডি মূল কর্মে, পয়দা এডি ভুল মর্মে
ভারপ্রাপ্ত গুন্ডা আমগো Zanpakuto
দরকার হইলে ঘুরাইবার
পারবি না তুই কুলাইবার আমি সুলাইমান
কিতাব নতুন পুরান পাঠ, bars ভর্তি সুরার তাপ
Cooler নাই দাগ শুকাইবার, জায়গা নাই কোনো লুকাইবার
[Chorus: THE BEASTBUZZ]
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা
[Verse 2: CHEF-IQ]
মা খুলিস না ওরা পিছে দরজার
ডরাইস না কথা শুনলে পাবি তিনটা বরদান
নাইলে যাইবো গর্দান
এইডা Shawshank আমি Robin আর তুই Morgan
মঙ্গলের লেইগা ধোর আলাদা, আমি চেঙ্গিস খান
Tyson ring-এ, beat-এ খেলমু Taekwondo
আনমু typhoon, বাঁচতে চাইলে high ground খোঁজ
যুদ্ধে নামার আগে man down তোর
Commander কইবো, "CHEF মাঠে মানে stand down সব
হারায় যাইবি ঢুকলে এইটা Pentagon
Bars এর Tiki-taka
হুতুম পেঁচা ব্যাটা তোর টিকি কাটা
12:30 ঘড়ির কাটায় তোর নলি কাটা
ছেপ মাইরা উল্টাই নতুন পাতা
লঙ্কাপুরির গল্প শুনবি, ঠাকুমার ঝুলি ফাঁকা
Japanese না হাঁপানি রোগী
নিশ্বাস শুনলে এডি মুতে কাঁথায়
Wanna see what my gun do?
না gun কই নাই, কইসি GAAN, গান্ডু
না গান কই নাই, কইসি GUNDU
You seems fun to খাই না Fantu
We don't change lanes, we run through
Klassick
[Chorus: THE BEASTBUZZ]
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা
[Verse 3: Coldkraft]
Shark-এ ভরা পুরা সমুদ্র, খাই beat ও body সব ক্ষুধার্ত
Scene-এ Klassick মানে তগো দুর্ভাগ্য
রক্ত লাইগে আসে ভায়া দুই হাত ধো
Gang dressed in black like Gestapo
ঘেডি ভাইঙ্গা দিয়া কর case টা closе
বৃথা চইলে গেসে সব চেষ্টা তোর
তুই নাম্বার ঘুরাস, bed-এ বেলা বোস
পাক থাকা ফরজ তাই hood সাফ
Death Note-এ নাম তুই মুর্দা
L তুলে যেন পটল ক্ষেতে, এডি কিয়ের fiеld আবার কর নীল চাষ?
তগো spot-এ আওয়ার আসে গুর্দা? চোখে চোখ দিলেই ঘুরবি উল্টা
সব শেষ কইরা একটু সুখটান, গান দিতেসি তোগো, আর কী চাস?
এডি কাগো side-এ যাইবো প্যারা লয়
থাকে পলাতক কারণ অয় paranoid
Day one থেকে এদিক আমি Marco Reus
এরা temporary তাই ভাড়া লয়
এগো pillar ফাডা কোনো basement ছাড়া
ধইসা পইড়া যায় যেমন রানা প্লাজা
মাঙ্গে বাল নয়া একটু কম লাফা
মাগনায় বালও নাইগা আগে টাকা ফালা
বাঁশি বানা কড়া কইরা হাদাপাতা
ধুঁমার লাইগা দেখবি তুই চোখে ঘোলা
তোর rhyme book দেখি সাদা খাতা
দরকার নাই নাটক এবার কলম ফালা
কাটা গায়ে দেই লবণ ডইলা দেই দাঁড়া
Blow up হইবো আমি Deidara
Refugee পালার নাই জায়গা
যেডার লাইগা আইসোস নাই যা'গা
[Chorus: THE BEASTBUZZ]
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা
বন্ধ এডির ভান ধরা, কন্ঠ আমগো ভার কড়া
জঙ্গলে তোর ষাঁড় মরা, জলদি তগো লাশ সরা
BEAST-এর জবান পাপ কড়া, শব্দ এডির ধার করা
Scene-এ ঢুকসে ভাও কইরা, বাইর কর এডি ঘাড় ধইরা