Indalo
1996
[Refrain]
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না

[Verse 1]
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না

[Guitar Solo]

[Verse 2]
তুমি আমি
এ তরীর হাল ধরেছি
পাড়ি দেবো মোরা বহুদূর
পথে বাধা কত পাহাড় ও মরু
তবু তুমি ভেঙ্গে পড়োনা
পড়োনা
ঘুম আসেনা, আ, ঘুম আসেনা
নারে না ঘুম আসেনা

[Refrain]
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
[Refrain + Guitar Solo]
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না...