Coke Studio Bangla
Nasek Nasek
[Intro: Animes Roy]
এ নাসেক নাসেক হাপাল গিলা
এ খিলাবো আজি আমরা
এ তকে মকে ধুরিব
গাওনি মাখাবো
হুবালা গাওনি আজি
প্যাক থাকিবো লাগিবো

[Verse 1:Animes Roy]
এ নাসেক নাসেক হাপাল গিলা
খিলাবো আজি আমরা
এ নাসেক নাসেক হাপাল গিলা
খিলাবো আজি আমরা
এ তকে মকে ধুরিব
গাওনি মাখাবো
তকে মকে ধুরিব
গাওনি মাখাবো
হুবালা গাওনি আজি
প্যাক থাকিবো লাগিবো
এ নাসেক নাসেক হাপাল গিলা

চিংরা গাবুর বুরাবুরি
হুবাকো দাকাও শিগ্রী
চিংরা গাবুর বুরাবুরি
হুবাকো দাকাও শিগ্রী
খিলাবো লাগিবো
হুবাকো আজি
চিংরা গাবুর বুরাবুরি
হুবাকো দাকাও শিল্পী
খিলাবো লাগিবো
হুবাকো আজি
[Chorus: Animes Roy]
হে, মরল গুলা
হে, মরল গুলা পুইলা রুয়া
লাগাবো আজি ভাই
নাসেক নাসেক
হে, নাসেক নাসেক

[Verse 2: Pantho Kanai]
এই, দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে, মান তুমি করো না
দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে, মান তুমি করো না
নোটন নোটন খোপাটি, তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেঁধে দেবো, মান তুমি করো না
মান তুমি করো না, মান তুমি করো না

চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ
বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ
চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ
বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ

[Chorus: Animes Roy]
হে, মরল গুলা
হে, মরল গুলা পুইলা রুয়া
লাগাবো আজি ভাই
নাসেক নাসেক
হে, নাসেক নাসেক
[Outro: Animes Roy]
নাসেক নাসেক
নাসেক নাসেক
নাসেক নাসেক
নাসেক নাসেক
নাসেক নাসেক নাসেক
নাসেক নাসেক