Mc Mugz
Ganjam
[Intro: Mc Mugz]
Guess who's back?
Kata Tarer Bera, 2007
Yeah
Mc Mugz, SkibKhan, Double S, Mc Shaq

[Chorus: Double S]
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়

[Verse 1: Mc Mugz]
তার ছিঁড়া মাথা গরম আমার, পিস্তল load
আমার বাড়ি পুরান ঢাকা, নাজিম উদ্দিন রোড
বয়স যখন এক আট বন্দুক হাতে ফিটফাট
লাল bandana পইরা এলাকাতে উৎপাত
আরে, কোমরে যে লোহা থাকলে সব ঠিকঠাক
তোগো এলাকাতে আইয়া পড়বো কবুতরের ঝাঁক
Dirty language বাঙালি, আমি করি গালাগালি
Make you a dead body
Send them back to নোয়াখালী
এই Cinema-তে কোনো ভাল জিনিস নাই
কোপাকুপি মারামারি আর সামছু ভাই
*** পোলাপাইন কোনো যোগ্যতা নাই
বাংলা Rap তোর হো— নিচে আগুন জ্বালাই
আমি ঢাকাইয়া পোলা কোমরে রাখি ৩-টা
রাত বাজে ১২-টা করি না কোনো চিন্তা
কার নাম করা প্রতিটি ফুটপাতে?
বন্দুক হাতে বিড়ি মুখে পোলাপাইন এক লগে
[Chorus: Double S]
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালা সব দেয় দৌড়
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালা সব দেয় দৌড়

[Verse 2: Skibkhan]
প্রতিটি গলিতে চলবে rap হবে বাংলা
ফুটপাত, পথ-ঘাট কেড়ে নেবো আমরা
Full sound-এ বাজাবে ধানমন্ডির সব গাড়ি
Bass শুনে লেগে যাবে গ্যাঞ্জাম, মারামারি
প্রতিটি শব্দ যেন এক গোলা রক্ত
প্রতিটা শব্দ যে বাংলার অস্ত্র
অক্ষর সাজিয়ে ছন্দ বিষাক্ত
Speaker থেকে কানে ঢুকে করবে মন আক্রান্ত
শ্যামলী রোড এক, দুই, তিন
পল্লবী থেকে মিরপুর এক
হুমায়ূন, ইকবাল, বাবর রোড়
আদাবর থেকে শেখের টেক
ধানমন্ডি, লালমাটিয়া নাম শুনে ডরায় যায়
মাজায় থাকে machine মামা সব শালা পইড়া যায়
বাংলাদেশে বাংলা ভাষায় Rap করলাম নতুন বেশে
যুদ্ধ সবে মাত্র শুরু ধ্বংস করবো অবশেষে
জয়ী হয়ে জয়যাত্রা শত্রু অন্ধকারে পুড়বে
গর্বের সাথের সবুজ লাল পতাকা আকাশে উড়বে
[Chorus: Double S]
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়

[Verse 3: Mc Shaq]
পোলাপাইন জানে আমি ছাড়ি আগুন on every track
BD gangster is back তোর বান্ধবীর প্রিয় Mc Shaq
আমি সেই মাঞ্জা মারা মাস্তান, you couldn't stop me
তোদের চৌদ্দ গুষ্টি উল্টায় দিসি, you still watch me
Unofficially অনেক আমারে চিনতো, nobody ever let me
Engladeshi সূর্য গলাইসি মনে আছে what I said b-
আবার এটা Banglish নতুন জিনিস কিছু বুঝছিস?
সেই Banglish rap গুন্ডা আজকাল running G—
আমি থাকি দুই দুইটা girlfriend লইয়া দুই দুইটা glock
পোলাপাইন কথা কম নাহলে another shootout on the blood
ঢাকাইয়া পোলারা জিগায় শালা কী কইবার লাগছে?
আমি regular বাংলা কই সব সৈনিকের ভিতরে shaq ভাই আছে
এই গান শোনার আগে পাশে একটা fire extinguisher রাখিস
কারণ আমার প্রতিটা line আগুন ছাড়ে তাই সাবধানে থাকিস
আমার style হালা কঠিন একেবারে joss thing
তোর বান্ধবী finds me hot, এটা কি আমার দোষ man?
[Chorus: Double S]
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
ছুরি-চাপাতি, রামপুরি বাইর কর
Pipe gun, Shotgun হাতে লইয়া চল
অলিতে-গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়