Mc Mugz
Banglish Gangstaaz
[Intro: Mc Mugz]
J Doc, Mc Mugz, Skibkhan here you go

[Chorus: Mc Shaq]
চল ধানমন্ডি ৯ নাম্বার, কোমরে দুইটা ৯ millimeter
গুলশান, ধানমন্ডি, বনানী
যখন আইমু, দিবি দৌড়ানি
চল ধানমন্ডি ৯ নাম্বার, কোমরে দুইটা ৯ millimeter
গুলশান, ধানমন্ডি, বনানী
যখন আইমু, দিবি দৌড়ানি

[Verse 1: Mc Shaq]
ওই আমি হইলাম মাঞ্জা মারা গুন্ডা হালা so, watch me
তুই আর তোর ১৪ গুষ্টি আজীবন can never stop me
এসব খেলা আমি চলমান খেলছি, to let you know
তোর মত সন্ত্রাসী পোলারে আমি বেইল দেই না so go on Bozo
সাতটা গুলি আমার বন্দুকে, making hard to breath
So আমার লগে গ্যাঞ্জাম করবিনা নাহলে, it's best to leave
তোর কারবার আমার জানা করো আমি হইলাম হ্যাডম inspector
কাহিনি করসোস এরলাইগা দিতেছি তোরে Banglish fear factor
পোলাপান মনে করসস I wont bother to diss you back?
তোর বন্ধুবি আমারে টাঙ্কি মাইরা কয় “Aww, Shaq I love your track”
সুন্দুরী মাইয়ারা শুধু আমরে চায় so why don’t you see?
তোর বান্ধবীরে না করি ক্যামনে 'cause she’s dying to do me
আমার লগে যে হালা লাগছে সে winded up dead
বেশি কিছু করুম না শুধু গুলি মারুম for real instead
যা বলার বলছি, যা করার করছি, now it’s official fame
MC মানে মাদার— না, হালা it’s mic control in this game
[Chorus: Mc Shaq]
চল ধানমন্ডি ৯ নাম্বার, কোমরে দুইটা ৯ millimeter
গুলশান, ধানমন্ডি, বনানী
যখন আইমু, দিবি দৌড়ানি
চল ধানমন্ডি ৯ নাম্বার, কোমরে দুইটা ৯ millimeter
গুলশান, ধানমন্ডি, বনানী
যখন আমু, দিবি দৌড়ানি

[Verse 2: Skibkhan]
চলি আমি মেশিন সাথে বাবর রোড, মোহাম্মদপুর
ছোট ছোট পিচ্চি পোলা chocolate দেখলেই বাইর করে ক্ষুর
আমার সাথে লাইগনা, লাগলে আবার ভাইগো না
২ চোখের মাঝখানে পড়বে নিশান, দাগ যাইবো না
এমনি করে কথা দিয়ে, Nokia-টা বার করে
গলার মধ্যে ক্ষুরটা ধরে, বলে চলে যাবি দৌড়ে
সেকেন্ড হ্যান্ডে বিক্রী করে Eram থেকে বোতল কিনে
সারা রাত টাল হয় মাথা ঘুরে পরের দিনে
এইভাবে বড় হয়, কাউকে করে না ভয়
পিস্তলে all-time এক round বিচি রয়
আমার নাম শুনলে কাল ব্যান্ডানা খুইলা যায়
Next election-এ Deshi MCs-রে public চায়
পোলাপাইন করে গ্যাঞ্জাম, ডাকে বড় ভাই
৯ নাম্বারে হিট দিয়া সবাই ভাইগা যাই
Deshi MCs আমাদের নামটাই একটা threat
তোরা সবা কথায় বড় সামনে আসলে chocolate
[Chorus: Mc Shaq]
চল ধানমন্ডি ৯ নাম্বার, কোমরে দুইটা ৯ millimeter
গুলশান, ধানমন্ডি, বনানী
যখন আইমু, দিবি দৌড়ানি
চল ধানমন্ডি ৯ নাম্বার, কোমরে দুইটা ৯ millimeter
গুলশান, ধানমন্ডি, বনানী
যখন আমু, দিবি দৌড়ানি

[Verse 3: Mc Mugz]
পুরান ঢাকা, ধানমন্ডি, গুলশান, বনানী
মামা, জায়গায় জায়গায় থাকে আমার গরিলা বাহিনী
আর যদি দেখি, ১৯ থেইকা ২০
তাইলে কোমর থিকা বাইর হইবো মামা আমার আমার ৩২
আমাদের দেশি কারবারী direct লাগে মাথায় বাড়ি
পিছে পিছে ঘুরে all-time থাকে পুলিশের গাড়ি
তরে ধইরা চোখ বাইন্ধা নিয়া যামু মহাখালী
পরে শরীরের উপরে কেরোসিন তেল ঢালি
আরো ৩ মাস আগে থেইকা ধইরা Kidnap কইরা ফালাই
ধোলাই খালে ধোলাই, ঢাকা মেডিকেলে সিলাই
তরে গুলিস্তানে লইয়া মাথায় মারুম তোরে গুলি
পরে জাদুঘরে লইয়া সাজামু তোর মাথার খুলি
আরে কল্পনা করি না, যা করি সব সত্যি সত্যি
ব্যাগের ভিতরে থাকে মাংস টুকরা বটি বটি
আমার নাম মানেই জ্যাম, রাস্তায় গ্যাঞ্জাম
দেখি না কোনো ডান-বাম, ধইরা মারি ধিম-ধাম
[Outro: Mc Shaq, Xplosive Flowrical]
চল যাই ধানমন্ডি (আয় চল)
চল যাই গুলশান, বনানী (Yeah)
কোমরে দুইটা বান্ধবী (বান্ধবী)
তারা ছাড়ে সাতটা গুলি (Once more)
চল যাই ধানমন্ডি (ওই চল)
চল যাই গুলশান, বনানী (Yeah)
কোমরে দুইটা বান্ধবী (দুইটা বান্ধবী)
তারা ছাড়ে সাতটা গুলি