Hatirpool Sessions
Shei Pakhita
[Chorus]
সেই পাখিটা আকাশে
সেই পাখিটা
সেই পাখিটা
তার রঙিন ডানার ছায়া
ঘরের ভিতর থাকা মনটা তো আর
থাকে না, থাকে না, থাকে না
ওড়ার তাড়ায়
সেই পাখিটা
হ্যাঁ, হ্যাঁ, সেই পাখিটা!
[Verse 1]
চৌকোণ জানলায় আটকে পড়া মন চুপচাপ
শুধু চুপচাপ বিকেলটা দেখতে থাকে
চৌকোণ জানলায় আটকে পড়া মন চুপচাপ
শুধু চুপচাপ বিকেলটা দেখতে থাকে
ঘরে ফেরা পাখিদের ফিরে যাওয়া দূরে
সন্ধ্যার মুখ জুড়ে নেচে নেচে ছোটে
ঘরে ফেরা পাখিদের ফিরে যাওয়া দূরে
সন্ধ্যার মুখ জুড়ে নেচে নেচে ছোটে
বাঁধাহীন লাল ঘুড়িটা
শুধু ওড়ার তাড়ায়
[Chorus]
সেই পাখিটা
হ্যাঁ, হ্যাঁ, সেই পাখিটা!
[Verse 2]
আহা, মন বন্দী, প্রাণ বন্দী এই যে দহন
সবুজের হলুদাভ ক্ষতের মতন
আহা, মন বন্দী, প্রাণ বন্দী এই যে দহন
সবুজে হলুদাভ ক্ষতের মতন
সেই পাখিটা
তার রঙিন ডানার ছায়া
ঘরের ভিতর থাকা মনটা তো আর
থাকে না, থাকে না, থাকে না
ওড়ার তাড়ায়
[Chorus]
সেই পাখিটা
হ্যাঁ, হ্যাঁ, সেই পাখিটা!
[Outro]
সেই পাখিটা
সেই পাখিটা
সেই পাখিটা
সেই পাখিটা