Ahmed Hasan Sunny
Khuni Totto
[Verse]
যেকোনো বন্দুকে, যেকোনো তত্ত্বে
আমাকে খুন করা যায়
যেকোনো বন্দুকে, যেকোনো তত্ত্বে
আমাকে খুন করা যায়
নিজের হাতে নিজের লাশ
মর্গের ডোম পরা বাস্তব দাস
নিজের হাতে নিজের লাশ
মর্গের ডোম পরা বাস্তব দাস
[Pre-Chorus]
ওদিকে প্রেমিকা ঘুঙুর পরেছে পায়
আমাকে খুন করা যায়
ওদিকে প্রেমিকা ঘুঙুর পরেছে পায়
আমাকে খুন করা যায়
[Chorus]
ঘুঙুর elite, ঘুঙুর subaltern
চোখ বেঁধে বলে দেয়া হলো, "run"
ঘুঙুর elite, ঘুঙুর subaltern
চোখ বেঁধে বলে দেয়া হলো, "run"
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
জ্যান্ত মানুষ গাইছি কবরখানার গান
[Instrumental]
[Chorus]
Run, run, run, run
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
Run, terrorist, run
জ্যান্ত মানুষ গাইছি কবরখানার গান