Atif Aslam
Onubhuti X Tera Hone Laga Hoon
Shining in the setting sun like a pearl up on the ocean
Come and feel me, o feel me
Shining in the setting sun like a pearl up on the ocean
Come and heal me, o heal me
দূরে দূরে কেন থাকো
পাশে এসে হাতটি ধরো
চোখে চোখ রেখে বলো ভালোবাসো
ক্লাসের ফাঁকে তোমায় দেখে
প্রথম প্রেমে পড়া
তোমায় দেখে ভালো লাগা
তোমায় ঘিরে সব চাওয়া
তুমি দূর থেকে কেন হাসো?
আড়াল থেকে আমায় কাছে ডাকো
কিছু মেঘ অগোচরে
ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে
যেন তোমায় দেখে
আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোনো রূপকথার দেশে
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে
Shining in the setting sun like a pearl up on the ocean
Come and feel me, o feel me
Shining in the setting sun like a pearl up on the ocean
Come and heal me, o heal me
কোন মায়া কোন সুরে
বেঁধেছো আমাকে
ছেড়ে যাবে না কখনো
তোমারই চোখেতে
পৃথিবী খুঁজে পাই
হারিয়ে যাই তোমাতে যেনো
তোমার চোখের কাজল রেখায়
আমায় খুঁজে পাওয়া
সেই দিন থেকে তোমায় ঘিরে
সবটুকু আমার চাওয়া
তুমি দূর থেকে কেন হাসো?
আড়াল থেকে আমায় কাছে ডাকো
কিছু মেঘ অগোচরে
ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে
যেন তোমায় দেখে
আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোনো রূপকথার দেশে
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে
Shining in the setting sun like a pearl up on the ocean
Come and feel me, o feel me
Shining in the setting sun like a pearl up on the ocean
Come and heal me, o heal me
Thinking about the love we making and a life we sharing
Come and feel me, o feel me
Shining in the setting sun like a pearl up on the ocean
Come and feel me, come on heal me