Zaman
Bhalobasi Shudhu Tomay
চোখের কোণে আপন মনে
একটা ছবি একে যাই
ভালবাসার রঙ্গিন খামে
তোমার নাম লিখে যাই
মনের ভাজে সকাল সাঁঝে
তৃপ্তি আমি খোঁজে পাই
"তুমি ছাড়া আর কেউ নাই
আমার এ জিবন টায়
ভালবাসি শুধু তোমায়
মরনে ও পাশে চাই"
চাঁদ ডুবে যায় ভয় করো না
আমি আছি পাশে
তুমার আমি থাকবো সারা
জনম ধরে
"তুমি ছাড়া আর কেউ নাই
আমার এ জিবন টায়
ভালবাসি শুধু তোমায়
মরনে ও পাশে চাই"
তোমার স্পর্শের উষ্ণ আদর
সুখ যে লাগে বুকে
একটু একটু করে তোমায়
ভাসাবো প্রেমের সুখে
"তুমি ছাড়া আর কেউ নাই
আমার এ জিবন টায়
ভালবাসি শুধু তোমায়
মরনে ও পাশে চাই"