Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!
Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!
MyBunny.TV – Cheaper Than Cable • Up to
35% Off Yearly Plans • All
NFL, ESPN, PPV Events Included 🐰
Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!
Start Watching Now
[Verse 1]
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
১০০ তারার মালা
তোমার আমার এই কাহিনি
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে
[Chords]
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
[Verse 2]
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে?
তোমার কায়া বড়ো মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
[Chords]
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
[Bridge]
কালো মেঘে ডুবল আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
কালো মেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
[Chords]
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা