[Chorus: 2Pac]
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but come with me
[Verse 1: SHEZAN]
মরার আগেই গোরস্থানে নাম দে, জিনিসপাত্তি শান দে
জানের পরে জান যায়, পুরা বাংলাদেশ কান্দে
শইল্লের রক্ত শইল্যে বলকায়, থাকোস কেমনে বাড়িতে?
যহন মায়ের লাশ জঙ্গলে, বইন rape হয় গাড়িতে
শয়তানের দেশে সাধুর ভাব চলে না
মানুষ মরতে দেহোস, তগো camera চলে, হাত চলে না
ওর পরেরডাই তর serial হইতে পারে বোকার জাত
আমরাই "কথা কই" তুই বোবা আসোত, বোবা থাক
আমার বিপদ তুই আইলি না, তর বিপদে কে যাইবো?
রাস্তায় নাই action সবডি online-এই গ্যাজাইবো
Public চায় বিচার দেশে, চাপা দিয়া আর কত?
চাপাতির সামনে পড়বেন, দেহাইবো নে খার কত?
দুঃখের গান বাজে ক্যা অহনো খুশ হওয়ার time-এ?
আইনের হাত লম্বা খালি ঘুষ লওয়ার time-এ?
ছিনতাইকারীর হাত কাঁপে না পোচ দেওয়ার time-এ?
কারণ হাত চলে তগো খালি post দেওয়ার time-এ?
[Chorus: 2Pac, SHEZAN, 2Pac & SHEZAN]
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but come with me
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but come with me
[Verse 2: SHEZAN]
আয়, রাস্তায় যাই নাইমা, আর ছাড় দেওনই যাইবো না
যেই চোখে মা বইন safe না ওই চোখই রাহোন যাইবো না
তুই কোন জাগার গুন্ডা তর পিস্তলে গুলি হাতগোনা
পোলাপান গেলে ক্ষেইপ্পা তর বুক সিনা ভাগে পাইবো না
চান্দাবাজি, ধান্দাবাজি করতাসো যে যাই পারো
দেশ না কারো বাবারো, উজাইলে পিডাম আবারো
যারে rape করলি হেয় মা কারো, যার জান লইলি হেয় বাপ কারো
তগো বিচার হইবো রাজপথে, খুন-ধর্ষণের নাই মাফ কারো
যেই প্রশাসন পালি বেতনে উই safety দেয় না জনগনের
ভাড়ার কুত্তা ভাড়া ছাড়া কামড়ায় না
তগোর কপাল ভালো রাস্তা-ঘাটে থাপড়ায় না
কার দেহাস গরম তর নেতাই এনে ভাত পায় না
পথে-ঘাটে অহনো হুগায়নাই যেই রক্ত ঝরসে গতবার
দেয়ালে পিঠ ঠেইক্কা গেলে ধৈর্য থাকে কত কার?
তর গুল্লি বিনবো একবার, আমার কলম বিনবো শতবার
তুই মাইরালাবি যতবার
ফিরা আহুম ততবার
[Chorus: 2Pac, SHEZAN, 2Pac & SHEZAN]
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but come with me
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but don’t push me
I ain't a killer
I ain't a killer, but come with me